মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস 1। প্রতিষ্ঠানের নামঃ মহারাজপুর উচ্চ বিদ্যালয় । 2। প্রতিষ্ঠানের ঠিকানাঃ মহারাজপুর মিয়াপাড়া , চাঁপাই নবাবগঞ্জ সদর, চাঁপাই নবাবগঞ্জ । 3। প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালঃ এম. ভি ( M.V ) 1869 ইং, এম. ই ( M.E ) 1918 ইং, মাধ্যমিক 1964 ইং । 4। প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উদ্যোক্তার / উদ্যোক্তাদের নামঃ সদর আহম্মেদ মিয়া ও ইউনুসুর রহমান মিয়া । 5। প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় জমি দাতার / দাতাদের নামঃ 1। মোয়াদুল হক মিয়া 2। মজিবুল হক মিয়া 3। দাউদ আহম্মদ মিয়া 4। সদর আহম্মেদ মিয়া 5। রিয়াজ আহম্মেদ মিয়া 6। সাদেকুল আলম (লুটু মিয়া ) 7। সাইদুর রহমান মিয়া ( কালু মিয়া ) 6। প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদানকারীর / প্রদানকারীদের নামঃ 1। ইউনুসুর রহমান মিয়া 2। মাহাতাব উদ্দীন মিয়া 3। মোশারফ আহমেদ মিয়া । 7। প্রতিষ্ঠানের অবস্থানঃ 5নং মহারাজপুর ইউনিয়নের 1নং ওয়র্ড়ের মহারাজ পুর মিয়াপাড়ায় অবস্থিত । 8। প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ঃ এম. ভি ( M.V ) 1869 ইং। 09। প্রতিষ্টানটি এমপিও ভুক্ত হয়ঃ 01/06/1985 ইং । 10। প্রতিষ্ঠানের ইতিহাস/অন্যান্য প্রয়োজনীয় তথ্যঃ সদর আহম্মেদ মিয়া ও ইউনুসুর রহমান মিয়া বানিয়েছিলেন এই প্রতিষ্ঠান। অর্থ সম্পদ জমি দিয়ে এবং অন্যদের সহায়তা নিয়ে এই সুনাম ধন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেন । 11। প্রতিষ্ঠানের নামকরণের ইতিহাসঃ এলাকার নাম অনুসারে করা হয় । 12। প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়ে 150 জন শিক্ষর্থী নিয়ে শুরু হয় । 13।বর্তমানে প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সংখ্যাঃ 628 জন । 14। প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠান প্রধান ছিলেন মোঃ আবুল কাশেম (চুটু), গ্রামঃ পন্ডিতপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর,চাঁপাইনবাবগঞ্জ । শিক্ষাগত যোগ্যতাঃ এম.এ, এমএড । 15। বতমান প্রতিষ্ঠান প্রধানের সংক্ষিপ্ত পরিচিতি । মোঃ তাজেমুল হক, পিতা-মোঃ জয়নাল আবেদিন, গ্রামঃ মিয়াপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । সবশেষ শিক্ষাগত যোগ্যতাঃ বি এসসি, বিএড 16। প্রতিষ্ঠানের জাতীয় অর্জনঃ। এস আই শহীদ, গিতিকার ও সুরকার, গ্রামঃ শেখপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 17। প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী/ শিক্ষার্থীদের নাম ও ঠিকানাঃ 1। মাসুদ আহম্মেদ মিয়া মহাব্যবস্থাপক বিএডিসি ঢাকা , গ্রামঃ মিয়াপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 2। ডাঃ ওয়ালিদ হাসান চৌধুরী, আমেরিকা, গ্রামঃ মিয়াপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 3। প্রফেঃ ডাঃ মোঃ ওবাইদুর রহমান চৌধুরী, বিভাগীয় প্রধান, রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী গ্রামঃ মিয়াপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 4। মোঃ আবুল হোসেন (লুটু) সদস্য জাতীয় রাজস্ব বোড করকমিশন ঢাকা, গ্রামঃ পন্তিতপাড়া, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 5। ইঞ্জিঃ এস. কে. এইচ চৌধুরী পাইন, প্রকৌশলী রাজশাহী , গ্রামঃ মিয়াপাড়া, ডাকঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ । 6। ডাঃ মোঃ সাইফুল ইসলাম রনি , এমবিবিএস,বিসিএস,স্বাস্থ রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী গ্রামঃ গোয়ালটুলী, ডাকঘরঃ মহারাজপুর, সদর, চাঁপাই নবাবগঞ্জ ।